রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে হঠাৎ বেজায় অসুস্থ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
দিল্লির তিহাড় জেল থেকে জিবি পন্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় নেতাকে। জানা গিয়েছে, শরীর আগের থেকেও খারাপ হচ্ছে অনুব্রতর। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হার্টে ৭৫ শতাংশ ব্লকেজ, লিভার খারাপ সহ একাধিক সমস্যায় জর্জরিত তিনি। এমনকী দু’বেলা ইনসুলিন নিতে হচ্ছে কেষ্টকে।
জেল সূত্রে খবর, ক্রমশই নেতার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। জেলে ঠিকঠাক খাওয়াদাওয়া করছেন না। অন্যদিকে, একাধিক রোগের জন্য ওষুধ খাচ্ছেন। খাবার শরীরে না যাওয়ায় দুর্বলতা বাড়ছে। আসলে জেলে মেয়ের উপস্থিতি কার্যত মেনে নিতে পারছেননা অনুব্রত। তাই শোকে-ক্ষোভে খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি। আর তাতেই ধীরে ধীরে শরীরের এই হাল।