নিয়োগ দুর্নীতি চক্রে ইডির নজরে কৌশানি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি চক্রে জড়িয়েছে নতুন নাম, অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়৷ নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে নাম জড়িয়েছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর। জানা গিয়েছে, কুন্তলের একাধিক ইভেন্টে কাজ করেছেন বনি, তাঁর থেকে এক সময়ে গাড়ি কেনার টাকা পর্যন্ত নিয়েছেন। এরই সঙ্গে অন্যদিকে, গোটা ইস্যুতে ঘুরপাক খাচ্ছে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের নামও। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতির বিষয়টি আরও গভীর দিকে চলে যাচ্ছে।

কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, যে চার অভিনেত্রীর ওপর তাঁদের নজর আছে তাদের বিরুদ্ধে আপাতত নথি জোগাড়ের কাজ করছেন তারা। ‘সঠিক’ সময় হলেই তাদের তলব করা হবে বলে জানান হয়েছে। এদিকে কুন্তল ঘোষের সঙ্গে পার্লারের মালকিন সোমা চক্রবর্তীর নামের যে মহিলার কথা জানা গিয়েছে তার সঙ্গেই আবার নাম জুড়েছে অভিনেত্রী কৌশানির। বনি এবং কুন্তলের যোগসূত্রের মধ্যেই উঠে এসেছে তাঁর নাম।

ইতিমধ্যেই অভিনেত্রী ‘স্বীকার’ করেছেন যে, কুন্তলের অনুষ্ঠানে গিয়েছেন তিনি। বনির মাধ্যমেই কুন্তলের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল বলে দাবি তাঁর। এই অবস্থায় কৌশানীকে নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে তিনি ছাড়া আর কোন চারজন ইডির নজরে আছেন সে নিয়েও আলাদা কৌতূহল। বিষয় হল, বনিই প্রথম টলিউড অভিনেতা যাকে নিয়োগ মামলায় ইডির দফতরে তলব করা হয়েছে। এরপর আর কার কার নাম সিনেমা ইন্ডাস্ট্রি থেকে আসে সেটা জানতেই মুখিয়ে সকলে।