সুখবর দিলেন ক্যাটরিনা কাইফ

সোমবার সকাল সকাল অনুরাগীদের ‘সুখবর’ দিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। ধন্যবাদ জানালেন তাঁর ‘ইনস্টাগ্রাম’ পরিবারকে। বেশ কিছুদিন ধরেই শিরোনামে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তার কারণ শুধু সিনেমা নয়, গুঞ্জন শোনা যাচ্ছিল যে মা হতে চলেছেন ক্যাটরিনা। সেই গুজবের মাঝেই ইনস্টাগ্রামে ‘সুখবর’ দিলেন ক্যাটরিনা।

ক্যাটরিনা নতুন মাইলস্টোন ছুঁয়েছেন ইনস্টাগ্রামে। এই বিশেষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন তাঁর ফলোয়ার সংখ্যা ৭০ মিলিয়ন। আর সেই খবর নিজের একটি মিষ্টি ছবি পোস্ট করে দিলেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘আমার ৭০মিলিয়ন ইনস্টা পরিবারের দিকে তাকিয়ে…’

নতুন ছবিতে একেবারে ‘নো মেকআপ’ লুকে ক্যাটরিনা। নেই কোনও জমকালো পোশাক, না আছে মেকআপ, না দুর্দান্ত ডেকরেশন। তবুও তিনি নজরকাড়া। সাদা টি-শার্ট, ডেনিম জিন্সে তাঁর হাসিমুখের সেলফি মানুষের মন উজ্জ্বল করে দেবে।  ক্যাটরিনার পোস্টে তাঁর অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। জোয়া আখতার, অমিত ঠাকুর তাদের অন্যতম।