৫৪য় পা দিলেন কাঞ্চন মল্লিক! এই নিয়ে কি লিখলেন পিঙ্কি

কাঞ্চন মল্লিক ৫৪ বছর পূর্ণ করলেন । শ্রীময়ী চট্টরাজ তাঁর জন্য আয়োজন করেছিল বিস্তর। একদিকে মল্লিক বাড়িতে যখন এলাহি আয়োজন তখন পিঙ্কি কী করলেন সারাটা দিন? প্রাক্তন স্বামীর জন্মদিনে একের পর এক পোস্ট করেছেন পিঙ্কি। কিন্তু তা মোটেও কাঞ্চন সম্পর্কিত নয়। সে আর কেউ নয়, কাঞ্চন ও পিঙ্কির একমাত্র ছেলে ওশ। পিঙ্কি  সুগার নামক এক কসমেটিক্স ব্র্যান্ডের হয়ে প্রচার করে  লেখেন, “আমি কখনওই সুগার অর্থাৎ মিষ্টি খাই না। বরং ব্যবহার করি সুগার। এই যে আমি গ্লো করছি সেটাও কিন্তু এক মানুষের জন্য।” সেই মানুষ আর কেউ নন, তাঁর ছেলে। ছেলেকে নিয়েই এই মুহূর্তে ব্যস্ত তিনি। তাঁকে ঘিরেই চলছে তাঁর জীবন। সঙ্গে রয়েছে কাজ।

পিঙ্কি খোরপোশ বাবদ ৫৬ লক্ষ টাকা নিয়েছেন  কাঞ্চনের কাছ থেকে । তা নিয়ে তিনি      সংবাদ মাধ্যমে বলেছিলেন, “কেউ কেউ বলছিলেন আমি নাকি কোটি টাকা পেয়েছি, তাই আমি মিডিয়ার বন্ধুদের কাছে সবটা তুলে ধরেছিলাম। আর নেব নাই বা কেন? বিয়ে তো একটা কনট্র্যাক্ট। সেটা কেউ ভাঙলে ক্ষতিপূরণ দেওয়া তো আইনেই বলা আছে। আমি তো আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করিনি। ছেলের কাস্টডি বাবা চাননি, ও আমার কাছেই আছে, থাকবে। এই সময় দাঁড়িয়ে শিক্ষা ও স্বাস্থ্যের পিছনে কত খরচ হয়, তা কি কেউ জানেন না? আর তা ছাড়া ওঁকে এমনই টাকা বলা হয়েছিল, যা উনি দিতে পারবেন। এককালীন ৫৬ লক্ষ, ব্যস। যারা বলছেন আমি স্বাবলম্বী তাও কেন পয়সা নিয়েছি, তাঁদেরকে বলছি, আমি তো দিনের শেষে শিল্পী, আজ আমার কাজ আছে, এর পরের ছয় মাস নাও থাকতে পারে। তাই সন্তানের ভবিষ্যৎ চিন্তা কেন আমি করব না?”

তিনি জানিয়েছেন যে, খোরপোশ নিয়ে কোনও দরদাম হয়নি তাঁদের, যা চেয়েছিলেন তাই পেয়েছেন। অতীতে দিকে আর ফিরে তাকাতে চান না পিঙ্কি। এগিয়ে যেতে চান সুন্দর ভবিষ্যতের দিকে।