লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সমস্ত কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থন জানালো কামতা রাজবংশী পরিষদ।স্বাধীনতার সাত শতক পরেও উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের প্রচুর সমস্যা রয়েছে। তা সত্ত্বেও রাজবংশী সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে সবচেয়ে বেশি তৃণমূল সরকারই ভেবেছে বলে দাবি করলেন কামতা রাজবংশী পরিষদের সভাপতি রাহুল বর্মন। আর সেই উন্নয়নের কথা মাথায় রেখেই এবার পরিষদের তরফে তৃণমূলকে সমর্থন জানাচ্ছেন তারা। এই বিষয়ে তৃণমূলের রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান এদিন। রাজবংশী এলাকার উন্নয়ন, রাজবংশী সংস্কৃতি রক্ষা, তাঁদের শিক্ষার উন্নতি করা সহ দশ দফা রাজ্য নেতাদের জানানোও হয়েছে। পরিষদের নেতারা জানান আমরা আশা করছি তৃণমূল সরকারই আমাদের দাবি পূরণ করতে পারবে।