দলকে শক্তিশালি ও প্রগতিশীল আন্দোলনের পথে এগিয়ে নিতে দলকে নতুন করে সাজিয়ে তুলতে উদ্যোগী হলো কামতাপুর প্রগেসিভ পার্টি

গোটা উত্তরবঙ্গ সহ অসমেও নিজেদের দলকে শক্তিশালি ও প্রগতিশীল আন্দোলনের পথে এগিয়ে নিতে দলকে নতুন করে সাজিয়ে তুলতে উদ্যোগী হলো কামতাপুর প্রগেসিভ পার্টি! সেইমত নতুন সদস্য পদ গ্রহন সহ অঞ্চল ভিত্তিক কমিটিও তৈরি করার ওপর জোর দিয়িছে কেপিপি। সেইসঙ্গে আগামী লোকসভা নির্বাচনের আগে নিজেদেরকে সঙ্গবদ্ধ আন্দোলনের পথে নিয়ে যেতে দলকে সংগঠিত করবে বলে সোমবার এক সাংবাদিক সন্মেলন করে জানান কেপিপি-র কেন্দ্রীয় কমিটির সম্পাদক উত্তম কুমার রায়।

এদিন উত্তম বাবু বিজেপি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, গত ১৪’সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি দল ক্ষমতায় আসার পূর্বে কামতাপুরি ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দু-দুবারের দেশের ক্ষমতায় থাকলেও, বিধানসভায় বিরোধী আসনে বসলেও এখনও পর্যন্ত কোন কাজের কাজ করে নি। আর আগামী শীতকালীন অধিবেশনে আমাদের ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি যদি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার না দেয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামবো বলে এদিন হুমকি দেন তিনি।