ভারতের সর্বত্র ধাপে ধাপে সব শোরুম আবার খুলতে চলেছে কল্যাণ জুয়েলার্স। গ্রাহকদের জন্য আয়োজিত হচ্ছে ‘বিগ ডিসকাউন্ট মেলা’, যেখানে নিরাপদ পরিবেশে নানারকম ডিসকাউন্ট ও অফারের সুবিধা নিতে পারবেন গ্রাহকরা। ‘বিগ ডিসকাউন্ট মেলা’ উপলক্ষে থাকবে মোট ১০০ কোটি টাকার ‘ইনস্ট্যান্ট রিডীমেবল ভাউচার’। গ্রাহকরা গোল্ড জুয়েলারির মেকিং চার্জে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট ও ডায়মন্ড জুয়েলারিতে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। আনকাট ও প্রেশাস স্টোন জুয়েলারি ক্রয়ে পাওয়া যাবে ২০ শতাংশ অবধি ডিসকাউন্ট। বছরের অন্যসময়ে কেনাকাটার জন্য মাত্র ১০ শতাংশ অ্যাডভান্স জমা দিয়ে ‘গোল্ড রেট প্রোটেকশন’ অফারের সুবিধা নেওয়া যাবে। গ্রাহক ও কর্মীদের নিরাপদে রাখার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে কল্যাণ জুয়েলার্স। দেশের সব শোরুমে ‘বিগ ডিসকাউন্ট মেলা’ চলবে আগস্টের শেষ অবধি।