রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এই মুহূর্তে ভারতীয় রেলের ‘অমৃত ভারত স্টেশন’ স্কীমের অধীনেই এবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের মধ্যে মোট ৯১ টি রেল স্টেশনকে বিশ্বমানের সুযোগ সুবিধা দিয়ে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে।
যাত্রীদের আরও উন্নত মানের পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্পের জন্য ২০২৪-২৫ অন্তর্বর্তী বাজেটে মোট ১০,৩৬৯ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এই নির্বাচিত স্টেশনগুলির মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলো কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন। এই স্টেশনে যাত্রীদের জন্য বিশ্বমানের সুযোগ সুবিধা দিতে বরাদ্দ করা হয়েছে মোট ২৪ পয়েন্ট ৮৭ কোটি টাকা।
স্টেশনটিকে বিশ্বমানের বিমানবন্দরের ছাঁচে সাজানো হবে। যার মধ্যে থাকবে প্ল্যাটফর্ম লেআউট, সাইনেজ প্ল্যান, ড্রেনেজ প্ল্যান, কেবল রুট প্ল্যান ইত্যাদি।