ফের আবার কালবৈশাখীর সম্ভাবনা

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ এরই মাঝে আমূল পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়াও। তবে উত্তরবঙ্গে এখনো কিছুটা বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। কলকাতা এবং পুরো দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ শুকনো থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সমতল উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়বে ৩ ডিগ্রী থেকে ৫ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত।

অপরদিকে, দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে অনেকখানি। ৫ দিনেই সকাল এবং রাত্রির তাপমাত্রায় ৪ থেকে ৬ ডিগ্রীর তফাৎ লক্ষ্য করা যাবে। একমাত্র উপকূলবর্তী জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে আপাতত বৃষ্টির সম্ভবনা প্রায় নেই বললেই চলে। তবে শীঘ্রই ফের কালবৈশাখী আঘাত হানতে পারে বলে জানা যাচ্ছে।

আজ কলকাতার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। অর্থাৎ আজ থেকে বৃষ্টির সম্ভবনা একেবারেই ক্ষীণ। আর তার জেরেই তাপমাত্রার পারদ বাড়বে অনেকখানি। জলীয় বাষ্প বাড়ার কারণে অস্বস্তিও বাড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।