ইডি হেফাজতে কালীঘাটের কাকু

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নয়া মোড় নিল নিয়োগ দুর্নীতি মামলা। বহু টালবাহানার পর এবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা ইডি।

প্রসঙ্গত, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের প্রাক্তন কর্মী এই সুজয়কৃষ্ণ। অভিষেককে মালিক বলেই সম্বোধন করেন তিনি। গত সপ্তাহে তল্লাশির সময় বেহালার বাড়ি থেকে সুজয়ের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি। জানা যায়, সেই মোবাইল থেকেই বেশ কিছু তথ্য তদন্তকারীদের হাতে আসে। এরপরই গোয়েন্দা সংস্থার তরফে ডাক পড়ে তার।

বিগত কিছুমাস ধরে ‘কালীঘাটের’ কাকুকে নিয়ে কম চৰ্চা হয়নি। কিছুদিন আগেই সুজয়কৃষ্ণের বাড়িতে হানা দেয় ইডি। ইডি সূত্রে খবর, লাগাতার তদন্তে অসহযোগিতা করায় আজ তাকে গ্রেফতার করা হয়েছে। কাকুর গ্রেফতারে এই তদন্ত কোন মোড় নেয় সেটাই এবার দেখার বিষয়।