বারাণসী বিমানবন্দরে ডিজিযাত্রার সূচনা করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

প্রতীক্ষার অবসান। অবশেষে বারাণসী বিমানবন্দরে বিমান যাত্রীদের জন্য চালু হল ইন্ডিয়া ইমপাওয়ারমেন্ট ট্রাভেলারস অর্থাৎ কন্টাক্টলেস বোর্ডিং প্রক্রিয়া। যা ডিজিযাত্রা নামে পরিচিত।  ১ ডিসেম্বর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ফ্ল্যাগ অফের মাধ্যম বারাণসী বিমানবন্দরে ডিজিযাত্রার সূচনা করেন। 

ডিজিযাত্রার বৈশিষ্ট্য হল ইন্ডিয়া ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি (এফআরটি) এবং বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে বিমানযাত্রীদের সমস্ত ডেটা পরীক্ষা করা হবে। এনইসি ইন্ডিয়ার ডিজিযাত্রা উদ্যোগে বারাণসী, কলকাতা, পুনে এবং বিজয়ওয়াড়া এই চারটি বিমানবন্দরে বায়োমেট্রিক বোর্ডিং প্ল্যাটফর্ম বাস্তবায়নের জন্য ২০১৯ সালের  ডিসেম্বরে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (এএআই) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 

 বিমানে যাত্রার আগে ফেসিয়াল রিকগনিশন প্ল্যাটফর্ম দ্বারা অফার করা অপ্ট-ইন পরিষেবাটিতে যাত্রীদের ফিজিক্যাল ডকুমেণ্টস গুলি শো করে। যা আগে থেকেই ডিজি যাত্রা অ্যাপে এককালীন সময়ের জন্য রেজিস্টার করা থাকে।  বলাবাহুল্য, ফেসিয়াল রিকগনিশন প্ল্যাটফর্মের পাশাপাশি, এনইসি-এর কিয়স্ক টার্মিনাল এবং বায়োমেট্রিক-সক্ষম ই-গেটগুলি সময়ের সাথে ভারতে যাত্রীদের বোর্ডিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।