গ্রেফতার হল জ্যোতিপ্রিয় মল্লিক

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ২১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়ল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।

রেশন দুর্নীতি মামলায় সকাল থেকে ম্যারাথন তল্লাশি চালানো হচ্ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। কিন্তু রাত পর্যন্ত তাঁকে কোনও গ্রেফতারের সিদ্ধান্তই নেননি তদন্তকারী আধিকারিকরা। মন্ত্রীর বাড়ির পাশাপাশি তাঁর আপ্ত-সহায়ক অমিত দে-র বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছিল ইডি।

অমিত দে-কে জিজ্ঞাসাবাদ করার সময় বেশ কিছু তথ্য জানতে পারে, সেই তথ্য নিয়ে রাত ১২টার পর নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় মন্ত্রীকে। সেই সময় সবকিছু অস্বীকার করেন জ্যোতিপ্রিয়। ইডির প্রশ্নের উত্তর দেওয়ায় বেজায় আপত্তি ছিল তাঁর। এরপরই অসহযোগিতার অভিযোগ সামনে আনে ইডি।