অবশেষে আগামীকাল চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে । গত ৩০ মে বিবৃতি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল সকাল ৯টা ফলপ্রকাশ করবেন পর্ষদ সভাপতি। তারপর সকাল ১০টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন প্রায় ১১ লাখ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৫ লাখ ৫৯ জন এবং ছাত্রী ৬ লাখ ২৬ হাজার ৮০৪ জন। ৪ হাজার ১৫৪ টি পরীক্ষাকেন্দ্রে এবছর পরীক্ষা নেওয়া হয়েছে।
তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, পরীক্ষার্থীরা বাড়িতে বসেই কোন কোন ওয়েবসাইটের মারফত জানতে পারবে তাদের পরীক্ষার ফলাফল
www.wbbse.wb.gov.in
www.wbresults.nic.in
www.exametc.com
www.results.siksha
www.indiaresults.com
www.fastresult.in
www.schools9.com
এবার আসা যাক কিভাবে দেখবেন মাধ্যমিক ২০২২-এর ফলাফল…
অফিশিয়াল ওয়েবসাইট WBBSE at wbbse.wb.gov.in ভিসিট করুন। ফল ঘোষণা হলেই ওয়েবসাইটের হোম পেজে লিংক দেওয়া থাকবে। এরপর ফলাফলের লিংকে ক্লিক করুন। সেখানে রোল নম্বর ও বয়স দিন নির্দিষ্ট জায়গায়। সাবমিট করে ফলাফল দেখে নিন।পাশাপাশি ভবিষ্যেতর সুবিধার্থে ফলাফলের প্রিন্টআউট নিয়ে রাখুন।