বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে রিপোর্ট জমা করল সিবিআই।
আর সেই রিপোর্ট নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য শোনা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মুখে। ভরা এজলাসে বিচারপতির মন্তব্য, “সিবিআই রিপোর্টে এমন কিছু আছে যা এই মুহূর্তে সবার সামনে আনা সম্ভব নয়! সবটাই নাকের নীচে হয়েছে। বলার অপেক্ষা রাখে না যে পশ্চিমবঙ্গে কোনও ‘ফুল বা বোকা ‘আছে! এ রাজ্যের গোয়েন্দারা জানতেন না, এমনটা হতে পারে না!”
এরপরই বিচারপতি বলেন, এটা অতীতের আরেকটা সারদা মামলা হয়ে যাক সেটা তিনি চান না।
এদিন বিশেষ তদন্তকারী দল প্রধান অশ্বিন শেণভি আদলতে জানান, দ্বিতীয় চার্জশিট খুব শীঘ্রই তৈরী করা হবে। প্রসঙ্গত, প্রাথমিক মামলায় আগে একটি চার্জশিট দেয় সিবিআই। মামলার পরবর্তী শুনানি আগামী আগামী ২১ ডিসেম্বর।