চলতে থাকা তদন্তের মাঝেই সিবিআইয়ের ওপর ক্ষুব্ধ বিচারক

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে চলতে থাকা একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায় সহ অভিযুক্তদের জামিনের বিরোধীতা করতে গিয়ে আদালতের ধমকের মুখে সিবিআই।

সিবিআইয়ের বিশেষ আদালতে ভারপ্রাপ্ত বিচারক অপর্ণ চট্টোপাধ‌্যায়ের এজলাসে পার্থ চট্টোপাধ‌্যায়, কল‌্যাণময় গঙ্গোপাধ‌্যায়, বাকি অভিযুক্তদের পেশ করা হয়। এদিন ফের পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ হয়ে গেলেও আদালতের প্রশ্নের মুখে পড়ে তদন্তকারী সংস্থা সিবিআই।

এরপরই এজেন্সির আইনজীবীর ওপর ক্ষুব্ধ হয়ে হন বিচারক বলেন, ‘আপনি কি আমার অর্ডারটা পড়েছেন? এক এক করে ভুল ধরলে তো কেঁদে কুল পাবেন না। আমি বোকা নই। গত কয়েক দিনের রেকর্ড দেখুন। অ্যাং ব্যাং চ্যাং বাজে বকবেন না। কেন আদালতের সময় নষ্ট করছেন? শেষ বারের কেস ডায়েরিটা দেখুন।”