জোকা-তারাতলা মেট্রোর বিস্তারিত সময়মসীমা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ গতকাল অর্থাৎ, ৩০ ডিসেম্বর থেকে যাত্রা শুরু করছে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চলবে। আদতে বিবাদী-বাগ পর্যন্ত এই মেট্রো রুট কিন্তু আপাতত তারাতলা পর্যন্তই তা চালু হল। আগামী ২ জানুয়ারি থেকেই সাধারণের জন্য চালু হয়ে যাবে এই মেট্রোর পরিষেবা।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত এই রুটে আপ-ডাউন মিলিয়ে মেট্রো চলবে মোট ১২টি এবং তা পাওয়া যাবে সোম থেকে শুক্রবার। অর্থাৎ শনিবার এবং রবিবার বন্ধ থাকবে এই পরিষেবা। আর দুই অন্তিম স্টেশন থেকে ১ ঘণ্টা অন্তর চলবে মেট্রো। জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়। এরপর মেট্রো পাওয়া যাবে ১১টা, ১২টা, বেলা ৩টে, ৪টে ও ৫টায়। তারাতলা থেকে প্রথম মেট্রোর সময় সকাল ১০.৩০ মিনিট। এরপর মেট্রো মিলবে বেলা ১১.৩০টা, ১২.৩০টা, ৩.৩০-এ, ৪.৪০-এ ও ৫.৩০ মিনিটে।

আগেই জানা গিয়েছিল, শুরুর দিকে ‘ওয়ান ট্রেন সিস্টেম’ অনুযায়ী জোকা-তারাতলার মধ্যে মেট্রো চলবে। অর্থ, এই ট্রেন মিস করলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে। সিগন্যালিংয়ের কাজ শেষ হলে দুই দিকে একসঙ্গে পরিষেবা শুরু হবে এই রুটে। এদিকে জোকা-তারাতলা পর্যন্ত সর্বোচ্চ ২০ টাকা ভাড়া পড়বে। সর্বনিম্ন ভাড়া থাকছে ৫ টাকা। রুটের ৬টি স্টেশন হল জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।