রাজ্যের জয়েন্ট এনট্রান্সের OMR প্রকাশ্যে, কীভাবে দেখবেন?

Estimated read time 1 min read

পশ্চিমবঙ্গ জয়েন্টের ফলাফল প্রকাশিত হয়ে গেল। এই পরীক্ষার ওপর নির্ভর করে হাজার হাজার ছাত্র- ছাত্রীর স্বপ্ন। কারণ জয়েন্টের ফলাফলের উপর নির্ভর করে বহু ছাত্র-ছাত্রীর ভবিষ্যত। আজ পশ্চিমবঙ্গ জয়েন্ট পরীক্ষা ২০২৪ এর ওএমআর শিট এবং রেসপন্স শিট প্রকাশিত হল।

‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড’ এর তরফ থেকে একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে, সেখানে থেকেই দেখা যাবে ফলাফল। এছাড়াও wbjeeb.nic.in ওয়েবসাইটে গিয়েও ওএমআর এবং রেসপন্স শিট দেখা যাবে। পাশাপাশি জানানো হয়েছে ওএমআর-এর উত্তরকে চ্যালেঞ্জ করার তারিখও। সেটিও ওয়েবসাইটে উল্লেখ করা রয়েছে।

তবে ওএমআর শিটকে চ্যালেঞ্জ করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। ওএমআর শিটকে রিভিউ করা যাবে ২৪ মে রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। এই রিভিউ করার জন্য পরীক্ষার্থীকে প্রতি ‘রেসপন্স’ এর পরিপ্রেক্ষিতে ৫০০ টাকা করে দিতে হবে। টাকা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড এর সাহায্যেও পেমেন্ট করা যাবে।

You May Also Like

More From Author