বেঙ্গল ফুটবল একাডেমিতে সুযোগ পেল মালদার আদিবাসী কিশোর জো সোরেন

বেঙ্গল ফুটবল একাডেমিতে সুযোগ পেল মালদার আদিবাসী কিশোর জো সোরেন। মালদহের হবিবপুর ব্লকের কেন্দপুকুর এলাকায় বাড়ি তার। ২৮শে এপ্রিল বেঙ্গল ফুটবল একাডেমীর ট্রায়ালে প্রাথমিক বাছাইপর্ব শুরু হয়। সেখানে ৫০০ জনের মধ্যে মালদার ১৩ বছরের জো কে বাছাই করা হয়। তার এই সাফল্যে আনন্দে উচ্ছ্বাসিত জেলা ক্রীড়ামহল। এখন আর সময় নষ্ট নয় সকাল,বিকেল ফুটবল কেই ধ্যান জ্ঞান করে নিরন্তর মাঠে বল নিয়ে ছুটছে এই কিশোর।

তার একমাত্র লক্ষ্য ২৬মে বেঙ্গল ফুটবল একাডেমীর চূড়ান্ত ট্রায়ালে রাজ্য স্তরের প্রশিক্ষণের সুযোগ পাওয়ার।স্কুলে ভর্তি হওয়ার পরই সে মালদা ক্লাবের ফুটবল একাডেমিতে ভর্তি হয়। কিশোর জো-এর কোচ রবি মল্লিক জানান বেঙ্গল ফুটবল একাডেমীতে খেলতে গিয়ে ৫০০ জনের মধ্যে থেকে বাছাই করা ২০ থেকে ২৪ জনের মধ্যে উত্তরবঙ্গের মালদার আমাদের ক্যাম্পের কিশোর জো শোরেন‌ স্থান করে নিয়েছে।

আমাদের বিশ্বাস চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের তালিকায় নিশ্চিত থাকবে এই ক্ষুদে প্রতিভা।বেঙ্গল ফুটবল একাডেমিতে প্রাথমিক বাছাই পরে উচ্ছ্বাসিত জো সোরেন বলেন আমি রাজ্য এবং দেশের হয়ে খেলতে চাই পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে চাই। সকালে দু’ঘণ্টা মাঠে ও বাড়িতে দু’ঘণ্টা অনুসরণ করা হয়। পছন্দের খেলোয়াড় ব্রাজিলের নে মার্ক।তার এই সাফল্যের পিছনে তার কোচ যথেষ্ট সাহায্য করেছে।