করোনার তাণ্ডবে নাজেহাল গোটা বিশ্ব। মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা গোটা বিশ্বের কয়েকটি দেশ। তারমধ্যে প্রথম স্থানে আমেরিকা ও দ্বিতীয় স্থানে ভারত। এই পরিস্থিতে করোনার দ্বিতীয় ওয়েভে বিধ্বস্ত দেশগুলির দিকে সাহায্যের হাত বাড়ালেন মার্কিন যুক্তরাষ্ট্র। করোনা মোকাবিলার স্বার্থে বিভিন্ন দেশে পাঠানো হবে ৮ কোটি ডোজ করোনা টিকা ঘোষণা করলেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন। এই দেশগুলির তালিকায় থাকতে পারে ভারতও। যদিও ঠিক কোন কোন দেশ কত ডোজ করে এই সাহায্য পাবে তা এখনও প্রকাশ করা হয়নি। আগামী জুন মাসের শেষেই বন্টন প্রক্রিয়া শুরু হবে। এর মধ্যে থাকছে ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের কোভিড নাইন্টিন টিকা। শুধু তাই নয়, আগের প্রতিশ্রুতি মতো ৬ কোটি অ্যাস্ট্রাজেনেকার টিকাও বন্টন করা হবে। ইতিমধ্যেই ভারতকে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের করোনা মোকাবিলার সামগ্রী পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।