চাকরির তালিকা প্রকাশের দাবিতে চাকরি প্রার্থীদের বিক্ষোভ উত্তর দিনাজপুরে

রাজ্যের তালিকা প্রকাশের ছ’দিন পরও প্রকাশিত হয়নি উত্তর দিনাজপুর জেলার তালিকা।এখনো জানানো হয়নি কাউন্সিলিংয়ের দিনক্ষণ।প্রতিবাদে ডিপিএসসি’র সামনে অবস্থানে বসলো চাকরি প্রার্থীরা। অবিলম্বে তালিকা প্রকাশের দাবিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্বারা কাউন্সিলিংয়ের তথ্য জানতে চেয়ে ডিপিএসসি’র সামনে বিক্ষোভে সামিল চাকরি প্রার্থীরা।

তাঁদের অভিযোগ ৩১শে জানুয়ারি টেট উত্তীর্ণ ৯,৫৩৩ জনের তালিকা প্রকাশিত হয়। উত্তর দিনাজপুর জেলার DPSC তে অনেক জন উত্তীর্ণ প্রার্থীরা কাউন্সিলিং এর তথ্য নেওয়ার জন্য উপস্থিত হয় এদিন।

তাদের অভিযোগ,DPSC তে এখনও পর্যন্ত কোনো তথ্য তারা দিতে পারছেন না, উত্তর দিনাজপুর জেলার DPSC এর কোনো হেলদোল নেই অথচ বাইরের জেলা গুলোর এই কাউন্সিলিং এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে।যদিও এই বিষয় নিয়ে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি।