শিলিগুড়িতে শুরু জিও-র True 5G পরিষেবা

রিলায়েন্স জিও আজ শিলিগুড়িতে তার True 5G পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে। উল্লেখ্য, ইতিমধ্যেই ৭২টি শহর বিশ্বের সবচেয়ে উন্নত নেটওয়ার্ক True 5G উপভোগ করছে।

শিলিগুড়িতে জিও ব্যবহারকারীদের জিও স্বাগতম অফারে আমন্ত্রণ জানানো হবে। যাতে গ্রাহকরা আজ থেকেই কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ১জিবিপিএস + গতিতে আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারেন। জিও-র লক্ষ হল ২০২৩ সালের ডিসেম্বরের শেষে ভারতের প্রতিটি শহর ও তালুকে এই True 5G পরিষেবা পৌঁছে দেওয়া।

লঞ্চের বিষয়ে মন্তব্য করে, জিও-র একজন মুখপাত্র বলেন, আরো চারটি শহরে জিও-র True 5G লঞ্চ করতে পেরে আমরা আনন্দিত।