মনোনয়ন জমা দিতেই নিখোঁজ জীবনকৃষ্ণর স্ত্রী

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে স্বামী জীবনকৃষ্ণ সাহা বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি। আসন্ন পঞ্চায়েত ভোটে তিনি না থাকলেও নির্দল প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগরী।

তবে তাতে মত নেই জেলবন্দি স্বামীর। নিজে তৃণমূল বিধায়ক, ওদিকে স্ত্রী নির্দল হয়ে দাঁড়াচ্ছেন। খবর পেয়েই বলেছিলেন তৃণমূলের বিরোধিতা করায় স্ত্রীর এই এই তার কাজে সমর্থন নেই। এরপর স্ত্রীকে মনোনয়ন প্রত্যাহার করে নিতেও অনুরোধ জানান তিনি।

স্বামীর অনুরোধ মেনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার স্ত্রী। তবে তারপর থেকেই খোঁজ নেই টগরীর। কোথায় গেল বিধায়ক পত্নী! তবে আসলে তিনি কোথায় গিয়েছেন জানা নেই কারই। প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের টগরী সাহা নির্দল প্রার্থী হয়ে বড়ঞা পঞ্চায়েত সমিতির ১১ নম্বর আসনে মনোনয়নপত্র জমা করেছিলেন।