ভেঙে ফেলা হল জীবনকৃষ্ণ সাহার পার্টি অফিস

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই গ্রেফতার হয়েছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

এরই মধ্যে এবার বিধায়কের এলাকাতেই তৃণমূলের পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল পুলিশ। জানা গিয়েছে, আজ থেকে প্রায় ২ বছর আগে ২০২১ সালে বড়ঞা ব্লকের আফ্রিকা মোড়ে তৃণমূলের পার্টি অফিসটি নির্মিত হয়েছিল। তবে তারপরই অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা শফিউর রহমান আদালতের দ্বারস্থ হন।

ওই বাসিন্দার অভিযোগ ছিল, বেআইনিভাবে সরকারি জায়গা জবরদখল করে পার্টি অফিস তৈরি করেছে শাসকদল। এরপরই কিছুদিন আগে অবৈধ ভাবে নির্মিত ওই ভবন ভেঙে ফেলার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এর পরই থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন ক রে কান্দি মহকুমা শাসকের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দেয় পুলিশ।