করোনার আবহেই কেন্দ্রীয় সরকার অধীনস্ত সংস্থা ইউজিসি JEE এবং NEET পরীক্ষা নেওয়ার সিধান্ত ঘোষণা করেছে। পরীক্ষার তারিখও ঘোষণা করে দিয়েছে । কিন্তু এই সর্বভারতীয় পরীক্ষাগুলো কিভাবে এই করোনা পরিস্থিতিতে সম্পন্ন হবে তা নিয়ে চিন্তিত রাজ্যগুলি। ইতিমধ্যে JEE এবং NEET পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করল পশ্চিমবঙ্গ সহ ছ’টি রাজ্য৷ এখনো করোনার গ্রাফ নিয়ন্ত্রণে আসেনি কলকাতা , পাঞ্জাব ,দিল্লি সহ উত্তরপূর্ব ভারতের একাধিক শহরে। এই পরিস্থিতিতে ছাত্রদের প্রাণ বিপদে ঠেলে দিচ্ছে বলে তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রের খবর পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ছত্তীসগড়, পাঞ্জাব এবং রাজস্থান রাজ্যগুলি ইতিমধ্যে পরীক্ষা স্থগিত রাখার জন্য আবেদন জানিয়েছে।