জলপাইগুড়ির বিভিন্ন মন্দির পরিচ্ছন্ন এবং সাফাই অভিযানে নামলো বিজেপির কর্মীরা

অযোধ্যায় অনুষ্ঠানকে কেন্দ্র করে জলপাইগুড়িতে শনিবার সকাল থেকেই বিভিন্ন মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি শুরু নাম সংকীর্তন ও বিভিন্ন অনুষ্ঠান।প্রধানমন্ত্রীর আবেদনে সারা দিয়ে শনিবার সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন মন্দির পরিচ্ছন্ন এবং সাফাই অভিযানে নামলো সদর মন্ডল বিজেপির কর্মীরা।

সদর মন্ডল ২ এর তরফে শনিবার সকালে শহরের ডাঙ্গা পাড়া কালীবাড়ি এবং সদর মন্ডল ১ এর তরফে পুরাতন পুলিশ লাইন জগন্নাথ গৌড়ীয় মঠ মন্দির ও সংলগ্ন এলাকা পরিষ্কার করা হয়। এর সাথে মন্দির চত্বরে নাম সংকীর্তনে মেতে ওঠেতে দেখা গেল ভক্তবৃন্দদের। সারাদিনব্যাপী বিভিন্ন এলাকায় এই কর্মসূচি রয়েছে বলে উদ্যোক্তারা জানান।