আরও একটি উচ্চ মানের নার্সিং হোম তৈরি। জলপাইগুড়ি জাতীয় সড়কের ধারেই পাহাড়পুর মোড় সংলগ্ন নতুন নার্সিংহোম “জলপাইগুড়ি নার্সিংহোম” এর পথচলা শুরু। ঝা চকচকে এই জলপাইগুড়ি নার্সিংহোমে ইসিজি আল্টাসনোগ্রাফি এক্সরে থেকে সব ইমার্জেন্সি পরিষেবা পাশাপাশি বিভিন্ন রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে।
এই বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস থেকে শুরু করে সমস্ত পরিষেবায় বিশিষ্ট স্বনামধন্য চিকিৎসকদের দ্বারা পাওয়া যাবে। এখানে আগামীদিনে স্বাস্থ্যসাথী কার্ড সহ অন্যান্য হেলথ ইনসুরেন্সের মাধ্যমেও চিকিৎসার সুব্যবস্থাও থাকবে।
এই নার্সিং হোম তৈরি হওয়ায় খুশিত হাওয়া জলপাইগুড়িতে। একদিকে স্বাস্থ্য পরিষেবা যেমন বাড়বে তেমনি এই নার্সিং হোমের দৌল্যতে এলাকায় কর্মসংস্থানও বৃদ্ধি পেয়েছে।