শুক্রবার জলপাইগুড়ির অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ চন্দ্র কলেজের অধ্যাপক বৃন্দ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গে অধ্যাপক ড: তন্ময় দত্ত জানান, গতকাল বাংলাদেশের চট্টগ্রাম ইউনিভার্সিটির অধ্যাপক ড: কুশল বরণ চক্রবর্তীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছি আমরা, এর পাশাপাশি বিগত কয়েক মাস ধরে সেই দেশে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে হিন্দুদের উপর যে নির্মম অত্যাচার করা হচ্ছে, তার প্রতিবাদ করার পাশাপাশি ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে সমস্ত আন্তর্জাতিক আইন অনুযায়ী কেন্দ্রিয় সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে এই আসা রাখছি।
অপরদিকে এই প্রসঙ্গে আনন্দ চন্দ্র কলেজের অধ্যক্ষ ড: দেবাশীষ দাস বলেন,গতকাল বাংলাদেশের চট্টগ্রাম ইউনিভার্সিটির অধ্যাপক ড: কুশল বরণ চক্রবর্তীকে যে ভাবে নিগ্রহের শিকার হতে হয়েছে তাতে আমরা মর্মাহত, আমরা আনন্দ চন্দ্র কলেজের শিক্ষক সংস্থার পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি,সেই সঙ্গে যাতে সেই দেশে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসে দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকে সেই আসা রাখছি।