জলপাইগুড়ি শিল্পসমিতিপাড়া প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে দীর্ঘ কয়েক বছর ধরে ব্রহ্মা কুমারীতে জ্ঞানে থাকা বেশ কয়েকজন ভাই সুদূর চন্ডিগড় থেকে জলপাইগুড়ি সেন্টারে পৌঁছে এখানকার ভাই-বোনেদেরকে নিয়ে বিশ্ব শান্তি কামনার লক্ষ্যে মেডিটেশনের মধ্য দিয়ে সুখ, সমৃদ্ধির শান্তির মধ্য দিয়ে উমাং উৎসাহর মধ্য দিয়ে জীবন আরো কি করে মধুর হয়ে উঠতে পারে তারই কৌশল এবং আধ্যাত্বিক আলোচনা এবং উমাং উৎসাহ মধ্য দিয়ে নাচ গানে আয়োজন।
এদিন সকালে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেন্টারের ভাই-বোন এদের তরফে। এদিনের এই অনুষ্ঠানে সুঁদুর হলদিবাড়ি ময়নাগুড়ি রাজগঞ্জ সহ জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা থেকে শতাধিক ভাই-বোনেরা এদিনের এই পরমপিতা পরমাত্মা শিব বাবার কাছে ভোগ নিবেদন করে সকলেই ভোগ গ্রহণ করেন।