হোলির আগে বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালালেন জলপাইগুড়ি পুলিশ

হোলির আগে জলপাইগুড়ি জেলা জুড়ে বড় অভিযান চালানো হল জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বেআইনি মদ ও জুয়ার ঠেক‌ সহ বিভিন্ন অপরাধমূলক আইনে গ্রেপ্তার করা হল প্রায় ছয়শো জনকে। জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মদের বিরুদ্ধেও অভিযান চালায় পুলিশ। জলপাইগুড়ি সহ ডুয়ার্স এলাকা জুড়ে কয়েক হাজার লিটার চোলাই মদ নষ্ট করল পুলিশ। এছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর মদের বোতল। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান চালায় পুলিশ। সবমিলিয়ে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ছয়শো জনকে। আইন ভাঙা সহ বিভিন্ন অপরা‌ধমূলক ধারায় জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের।

গ্রেপ্তার হওয়া‌ ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে আবগারি আইনের ধারাও রয়েছে। অবৈধ চোলাই মদ তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন উপকরণ নষ্ট করা হয়েছে বলে জানান জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে। বেঙ্গল এক্সাইজ আইনের ধারায় ৫৭৬ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ১৩ জনকে গ্রেপ্তারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ৬০৪ বোতল অবৈধ মদ। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে রাস্তার ধারের সমস্ত লাইন হোটেল, ধাবা এবং রেস্তোরাঁয় আচমকা অভিযান চালায় পুলিশ।

এছাড়া জেলা জুড়ে ১৪টি জায়গায় নাকা তল্লাশি চালানো হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধ্বংস করা‌ হয়েছে প্রচুর গাঁজা ও আফিম চাষের খেত। জুয়ার ঠেকে অভিযান চালিয়ে নগদ প্রায় ১২ হাজার টাকা বাজেয়াপ্ত সহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ৬৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। তিনি জানান, মোটর ভেহিকেল আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে ৬৭০ জনের বিরুদ্ধে।