ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ে খাদ্য উৎসবের আয়োজন জলপাইগুড়িতে

বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আনন্দদায়ক খাদ্য উৎসব পালন জলপাইগুড়ি শহর সংলগ্ন কুমারপাড়া অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ে। শিশুরা বাড়ি থেকে নানা ধরনের খাবার তৈরি করে নিয়ে এসে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খায়। স্কুলেই ছাত্র-ছাত্রীদের জন্য পাটিসাপটা পিঠা বানিয়ে খাওয়ানো উদ্যোগ নেওয়া হয় বিদ্যালয়ের তরফে।

এক এক বছর এক এক রকমের পিঠে পুলি বানিয়ে খাওয়ানো হয় ছাত্রছাত্রীদের। ছাত্রদের মধ্যে ভাগাভাগি করে খাওয়ার প্রবণতা গড়ে তোলা, সবার সঙ্গে ভ্রাতৃত্ব বোধ জন্মানো, আন্তরিকতা সৃষ্টি করা এই উৎসবের উদ্দেশ্য।এ বছর স্কুল পড়ুয়াদের  আনা খাবার পড়ুয়াদের আন্তরিক অনুরোধে সকল শিক্ষকরাও একসাথে এই আনন্দে শামিল হন।

আর এতেই এদের মধ্যে এই বোধ জন্মাবে শিক্ষকরাও ওদের আপনজন ওদের কাছের মানুষ। এরফলে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের প্রতি ভালোবাসা এবং পড়াশোনা করার মানসিকতা তৈরি হবে বলে মনে করছেন স্কুলের শিক্ষকরা। বিদ্যালয়ের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা।