প্রথমবার অনুষ্ঠিত হবে জলপাইগুড়ি উৎসব

আগামী ২২ জানুয়ারি থেকে জলপাইগুড়িতে শুরু হচ্ছে জলপাইগুড়ি উৎসব। চারদিনের অনুষ্ঠানের সূচনা হবে জলপাইগুড়ি মিলন সঙ্ঘ ময়দানে। এই প্রথম জলপাইগুড়িতে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে উৎসবের কথা ঘোষণা করেন জেলাশাসক শামা পারভিন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা।

এদিন আনুষ্ঠানিকভাবে জলপাইগুড়ি উৎসবের লোগো প্রকাশ করা হয়। জেলাশাসক শামা পারভিন বলেন, লোকসংস্কৃতি সহ বিভিন্ন শিল্পীদের নিয়ে অনুষ্ঠান।