পুলিস অ্যাপের মাধ্যমে পুলিস কর্মীদের উপর ‘নজরদারি’ চালাবেন জলপাইগুড়ি জেলা পুলিসের কর্তারা

Estimated read time 1 min read

পুলিস অ্যাপের মাধ্যমে এবার পুলিস কর্মীদের উপর ‘নজরদারি’ চালাবেন জলপাইগুড়ি জেলা পুলিসের কর্তারা। বাজার, শপিং মল, বাসস্ট্যান্ড, হাসপাতাল পার্ক সহ জলপাইগুড়ি শহরের ১৮৫টি জায়গায় যেখানে পুলিশ কর্মীরা ডিউটি করছেন, সেখানে তারা সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন কিনা তা‌ অ্যাপের মাধ্যমে খতিয়ে দেখা হবে।

এই প্রকৃয়া চালানোর জন্য জলপাইগুড়ি শহরের সর্বত্র অ্যাপের কিউআর কোড লাগানো হচ্ছে। ওইসব এলাকায় পুলিসের মোবাইল ভ্যান পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নিজেদের মোবাইল থেকে ওই কিউআর কোড স্ক্যান করবেন পুলিস কর্মীরা। সঙ্গে সঙ্গে নির্দিষ্ট থানায় ও পুলিস কর্তাদের কাছে পৌঁছে যাবে একটি‌ মোবাইল বার্তা।

নির্দিষ্ট ওই পুলিস ভ্যানটি‌ কোথায় রয়েছে সেই বার্তার মাধ্যমে খুব সহজেই তা‌ জানতে বা‌ বুঝতে পারবেন জেলা পুলিশ কর্তারা। জলপাইগুড়ি জেলা অতিরিক্ত পুলিস সুপার শৌভনিক মুখোপাধ্যায় বলেন, জলপাইগুড়ি শহরের ১৮৫টি গুরুত্বপূর্ণ জায়গায় মোবাইল অ্যাপের কিউআর কোড লাগানো হয়েছে।

You May Also Like

More From Author