ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন জলপাইগুড়ি জেলাশাসক এবং পুলিশ সুপার

গত রবিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ, পুটিমারি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে যে বিধ্বস্ত হয়ে পড়ে গোটা গ্রাম। সেই ঝড় বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে বিভিন্ন সমাজ সেবকরা। জল, শুকনো খাবার,ডাল, ভাত প্রভৃতি দিয়ে সাহায্য করছেন তারা।আজ সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবের তিন দিন কেটে যাওয়ার পর জলপাইগুড়ি জেলাশাসক এবং পুলিশ সুপার ত্রাণ সামগ্রী নিয়ে ওই গ্রামে পৌঁছালেন। এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে সেই ত্রাণ সামগ্রী বিলি করলেন এবং যথাযথ সরকারি সাহায্যের আশ্বাস দিলেন।