ফাইলেরিয়াসিস প্রতিরোধে টিকা প্রচার শুরু করেছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের তরফে

জেলার বেশ কয়েকটি ব্লক ফাইলেরিয়া প্রবন, রাজ্যের সঙ্গে জলপাইগুড়ি জেলায় শুরু বিশেষ প্রতিষেধক প্রদানের অভিযান। সোমবার জলপাইগুড়ি জেলা সাস্থ্য দফতরের উদ্যোগে রাজ্যে জুড়ে চলা ফাইলেরিয়া বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলাতেও  শুরু হলো বিশেষ প্রতিষেধক প্রদানের অভিযান।

এই প্রসঙ্গে জেলা শাসক সামা পারভিন জানান, জেলার বেস কিছু ব্লক ফাইলেরিয়া প্রবন বলে আমরা জানি, বিশেষ করে সেই ব্লক গুলো যেমন, বানার হাট, ধূপগুরি , মেটলি, নাগরা কাটা,এই অসুখ থেকে রক্ষা করতে যে বিশেষ প্রতিষেধক রয়েছে সেই ওষুধ অঙ্গন ওয়ারি এবং আসা কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেবার কাজ করা আজ থেকে শুরু হলো।