কুয়াশায় আচ্ছন্ন জলপাইগুড়ি, ঠান্ডায় বিপাকে মানুষ  

আগে থেকেই আবহাওয়া দপ্তরের উত্তরে সতর্কবার্তা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শীতের দাপট উত্তরের জলপাইগুড়ি জেলা জুড়ে। বুধবার সকাল থেকেই কুয়াশার দাপট জলপাইগুড়ি জেলা জুড়ে।

যদিও গতকালের থেকে কুয়াশা কিছুটা কম হলেও ঠান্ডায় জবুথবু জেলা বাঁশি। একটু শরীর গরম করে নিতে সকাল সন্ধ্যায় অনেকেই আগুন পোহাতে লক্ষ্য করা যায়।

বেলা বাড়লেও ঠান্ডার কারণে দোকানপাট অনেকটাই দেরি করে খুলছে। পাশাপাশি এই সময় অন্যান্য দিনের তুলনায় রাস্তায় মানুষজন অনেকটাই কম লক্ষ্য করা যায়।