বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশায় ঢাকা জলপাইগুড়ি শহর

উত্তরের জলপাইগুড়িতে শীতের দাপট অব্যাহত। বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশার চাদরে মোরা জলপাইগুড়ি। মেঘলা আকাশ। বেলা বারাসাত সাথে হালকা সূর্যের দেখা মিলতে শুরু করেছে। আজ জলপাইগুড়ি সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি। কনকনে ঠান্ডায় জুবুথবু জেলা বাসি।

ভোর থেকে সকালের দিকে কনকনে শীত। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা গরম অনুভব হলেও ফের বিকেল হতেই সন্ধ্যা গড়তেই রাতের দিকে ঠান্ডার দাপট। সকাল সন্ধ্যায় শরীর গরম করে নিতে আগুন পোহাতে লক্ষ্য করা যায় অনেকটাই।

Jalpaiguri

Date: 16.01.2025

Minimum: 10.4°C

RH: 091%

Rainfall 24 hrs:  000.0 mm

Yesterday’s Maximum: 25.9°C