ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনা এবার এই পরিস্থিতিতে একাধিক ছাত্র সংগঠনের বিক্ষোভে ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ঘেরাও অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা-কাটাকাটিও চলে তাঁর।

কলেজ ক্যাম্পাসে সিসিটিভি-সহ একাধিক বিষয়ে একাধিক ছাত্র সংগঠনের সদস্যরা উপাচার্যের সঙ্গে কথা বলতে চান। পড়ুয়াদের দাবি, সেই অনুযায়ী সময়ও দেন উপাচার্য। তবে তারপরও তিনি কথা বলতে রাজি হননি। কথা না বলেই বেরিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় পড়ুয়ারা তাঁর গাড়ি আটকে, ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

বেশ খানিকক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। একাধিক ছাত্রসংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। অন্যদিকে ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তৃতীয় নোটিস পাঠিয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন।