এবার নয়া যন্ত্রের কথা ভাবছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনা এবার এই পরিস্থিতিতে হুঁশ ফিরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। র‍্যাগিংয়ের শিকার হয়েই মৃত্যু হয়েছে পড়ুয়ার। আপাতত এই অভিযোগ ও তদন্তেও এই তত্ত্বই উঠে এসেছে।

ঘটনার পরই নিয়োগ করা হয়েছে নয়া উপাচার্য। তারপর থেকেই অ্যান্টি-র‍্যাগিং কমিটিকে নিয়ে বৈঠক করে নানা পদক্ষেপের কথা বলা হয়। এসবের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাদক সেবনের প্রবণতা ঠেকাতে প্রযুক্তির সাহায্য নিতে পারে কর্তৃপক্ষ, ইঙ্গিত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ।

তার কথায় ক্যাম্পাসে মাদক চিহ্নিত করার এবার প্রযুক্তির সাহায্য নিতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও এখনই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যা হবে সবটাই আইনের মধ্যে থেকেই করা হবে বলে জানিয়েছেন উপাচার্য। জানা যাচ্ছে হস্টেল এবং ক্যাম্পাস মিলিয়ে আপাতত ২৬টি সিসি ক্যামেরা বসানো হবে।