আবারো এক নিম্নচাপের জন্য বৃষ্টিপাত হবে রাজ্য জুড়ে

Estimated read time 1 min read

চলতি বছর একের পর এক নিম্নচাপ ও ঝড় দেখছে বঙ্গবাসী। চলতি বছর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে রাজ্য জুড়ে। একের পর এক নিম্নচাপ এবং লাগাতার বৃষ্টি এখন বাঙালির জীবনের রোজকারের ঘটনা হয়ে গিয়েছে। শেষ কবে ডিসেম্বর মাসে এইভাবে বৃষ্টি হয়েছে তা মনে করা সত্যিই কঠিন। কিছুদিন আগেও নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে বাংলায় বৃষ্টিপাত হয়েছে। গত মঙ্গলবারের পর থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার পূর্বাভাস ছিল কিন্তু এখন আবার নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। শীত প্রসঙ্গে খারাপ খবর শুনিয়েছে আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখার কারণে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। পূর্বাভাস রয়েছে আগামীকাল দুপুর পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার। কলকাতা ছাড়াও বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দুই পরগনা সহ হাওড়া জেলায়। এদিকে বৃষ্টির কারণে তাপমাত্রা এখনই কমছে না বলে স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস। তারা জানাচ্ছে, সপ্তাহের শেষের দিক থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে এবং রাতের দিকে তাপমাত্রা নামতে পারে। কিন্তু আগামীকাল দুপুর বিকেল পর্যন্ত মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ অক্ষরেখা এখন দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার জেরেই এই নাগারে বৃষ্টিপাত।

রাজ্যবাসী মনে করেছিল যে নভেম্বরে শীত না পড়লেও ডিসেম্বর থেকে হয়তো শীতের আমেজ অনুভব করা যাবে। কিন্তু একের পর এক নিম্নচাপ এবং বৃষ্টিপাত সেই আশা জলে ভাসিয়ে দিয়েছে। আপাতত শীত পড়ছে না বলা যেতে পারে কিন্তু তবুও ভোরের দিকে কিছুটা তাপমাত্রা কম থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একেবারে ঝাঁকিয়ে ঠান্ডা অনুভব করার জন্য আরও সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে বাংলার মানুষকে বলে অনুমান। অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি সপ্তাহ থেকে বাংলায় ঠান্ডা পড়তে শুরু করবে এমন আশা করছে বঙ্গবাসী।

You May Also Like

More From Author