পূর্বেই কি আঁচ করা গেছিল যে হস্তান্তর হতে চলেছে দেশ আফগানিস্তান

খবরের শীর্ষস্থানে এখন আফগানিস্তান৷ নিত্য নতুন খবর প্রকাশ্যে আসছে তালিবান গোষ্ঠী অধীনস্ত দেশের৷ পাক জঙ্গিদের মদতে তালিবান যে আফগানিস্তানে ফের শক্তি বাড়ানোর চেষ্টা করছে, তার আগাম খবর ছিল৷ এই ঘটনা নিয়ে কথাও হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আসরাফ ঘানির। প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথাও বলেছিলেন আফগান প্রেসিডেন্ট আফরফ গনি৷ ফাঁস হয়েছে সেই ফোনালাপ৷ ২৩ জুলাইয়ে ১৪ মিনিট ধরে কথা হয়েছিল দুই রাষ্ট্রনেতার।

ফাঁস হওয়া ওই বার্তালাপে গনিকে বলতে শোনা যায়, ‘‘তালিবানদের সমর্থন করতে হাজার হাজার জঙ্গি পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢুকছে৷’’ বাইডেন জানতে চান, ‘‘সংখ্যায় কত?’’ জবাবে গনি বলেন, ‘‘কমপক্ষে ১০ থেকে ১৫ হাজার হবে৷ মনে হচ্ছে তালিবানের শক্তি বাড়িতেই পাক জঙ্গিরা আফগানিস্তানে আসছে৷’’ গত ২৩ জুলাই প্রায় ১৪ মিনিট কথা বলেছিলেন দুই প্রেসিডেন্ট৷ সেই সময় গনিকে তাঁর পরামর্শ ছিল, তালিবানের কাছে আফগান সেনা হারেও সেটা সামনে আনা যাবে না৷ সাধারণ মানুষকে এটাই বোঝাতে হবে যে আফগান সেনা জিতেছে৷ এবং এটাও আশ্বত্ব করতে হবে যে মার্কিন সেনা তাঁদের সাহায্য করছে৷ শেষ দিন পর্যন্ত এই ধারণাটাই প্রতিষ্ঠা করতে হবে৷ প্রয়োজনে সাংবাদিক বৈঠক করে এই আশ্বাস দিতে হবে গনি সরকারকে৷ তবে সত্যি অগ্রিম আঁচ করা গেছিল যে হস্তান্তর হতে চলেছে দেশ আফগানিস্তান?