জানানো হলো যারা লক্ষীর ভান্ডারের টাকা পাননি তারা কবে পাবেন সেই টাকা

ঘোষণা হয়েছিল পূজার আগে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা৷ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জানিয়েও টাকা পাননি বহু মহিলা৷ ফলে তাঁরা কবে টাকা পাবেন, তা নিয়ে উদ্বেগ বাড়ছিল৷ এদিন সেই উদ্বেগের অবসান ঘটিয় শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানালেন, যাঁরা এখনও টাকা পাননি, আগামী ১৫ নভেম্বরের মধ্যে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে৷ 

মুখ্যসচিব আরও জানান, সাতাশ লক্ষ আবেদনকারীর আবেদনে অসম্পূর্ণ তথ্য থাকায় সেগুলি যাচাইয়ের কাজ চলছে। যে সকল জায়গায় এই প্রকল্পের কাজ বন্ধ রাখতে হয়েছিল, কালী পুজোর পরেই সেই সকল জায়গায় পুনরায় কাজ চালু হয়ে যাবে৷ পাশাপাশি সই সময় মুর্শিদাবাদ এবং ভবানীপুরে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে বলেও তিনি জানান। এদিকে, লক্ষ্মীর ভাণ্ডারে যে সকল ত্রুটিপূর্ণ আবেদনগুলি রয়েছে, সেগুলি সংশোধন করতে বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লক্ষ্মীর ভান্ডারের আবেদন পত্র সংশোধনের কথা ঘোষণা করেছেন। সেইমতোই উদ্যোগী হল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন৷ ২৫ অক্টোবর থেকে থেকে জেলার প্রতিটি ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার আবেদনপত্র সংশোধন কর্মসূচি শুরু করা হয়েছে৷ 

অন্যদিকে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পেয়ে আজ ব্যাঙ্কে ভাঙচুর চালালেন মহিলারা৷ টাকা না ঢোকার জন্য দায়ী করা হল ব্যাঙ্ক কর্তৃপক্ষকে৷ এই ঘটনায় তুলকালাম বনগাঁ৷ ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালুপুর এলাকায়৷