করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সাধারণের মধ্যে ক্ষোভ আঁচ করতে পেরেছে বিজেপি। বহুবার সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছে কেডির সরকার। তাই এবার সাধারণ মানুষের মনে পৌঁছাতে চেয়ে বড় উদ্যোগ নিল কেন্দ্র সরকার। সাত বছর আগে এই দিনে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বার শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। আগামী ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে সপ্তম বছর পূর্ণ করছেন নরেন্দ্র মোদী। করোনা আবহে মোদী সরকারের সপ্তম বর্ষপূর্তি আসতে চলেছে। সপ্তম বর্ষপূর্তিতে কোনও আড়ম্বর নয়। এ সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু তার মানে এই নয় যে, গেরুয়া শিবির কোনও রমক কর্মসূচিই গ্রহণ করবে না। সরকার তথা শাসক দল যে মানুষের পাশে, তা বোঝাতে দ্বিতীয় মোদী সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩০মে প্রায় ১ লক্ষ গ্রামে ত্রাণকাজ চালাবে। ৫০ হাজার রক্তদান শিবিেরর পরিকল্পনা নিয়েছেন বিজেপি সভাপতি জে পি নড্ডা।
বিজেপি চাইছে সরকারের সপ্তম বর্ষপূর্তিতে একগুচ্ছ সমাজসেবা মূলক পদক্ষেপ করে যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে যেতে। মহামারী আবহে এই দিনটিতে অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। করোনা সংক্রান্ত সাহায্য পৌঁছে দিতে তারা এক লক্ষ গ্রামে পৌঁছবে। সরবরাহ করা হবে শুকনো রেশন, স্যানিটাইজার, ফেস মাস্ক ও অক্সিমিটার। তাছাড়া প্রত্যেক কেন্দ্রীয় মন্ত্রীদেরকে অন্তত দুটি করে গ্রামে পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে। যদি তাঁরা সশরীরে পৌঁছতে না-পারেন, তবে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে যাতে তাঁদের দেখা যায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।
২০১৪ সালের ৩০ মে ক্ষমতায় এসেছিল নরেন্দ্র মোদী সরকার। এরপর ২০১৯ সালে পুনর্নিবাচিত হয় বিজেপি। দুই দফা মিলিয়ে সাত বছর পার করেছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। তবে বর্তমানে কোভিড নিয়ে ভাবমূর্তি কিছুটা ধাক্কা খেয়েছে কেন্দ্রের। করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে যে ভাবে সরকার হিমসিম, তাতে মূলত আঙুল উঠছে প্রধানমন্ত্রীর দিকে। সেই ভাবমূর্তি উদ্ধারে একাধিক পদক্ষেপ নিতে চলেছে বিজেপি।