জাঁকিয়ে শীত পরেছে রাজ্যে

ধীরে ধীরে রাজ্য জুড়ে পারদ চড়ছে শীতের৷ পারদের ওঠানাম এখন নামমাত্র৷ বলা যায়, ভালোই চলছে শীতের ব্যাটিং৷ হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দুই দিন এমনই ঠান্ডা বজায় থাকবে৷ তার পর একটু একটু করে বাড়তে থাকবে তাপমাত্রা৷ তবে এটাই শীতের বিদায়বার্তা কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা৷ ফলে জানুয়ারির শেষে ফের এক দফা ইনিংস খেলবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ 

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি৷ যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সোমবারের তুলনায় সামান্য তাপমাত্রা বেড়েছে৷ কলকাতার চেয়ে সল্টলেক ও দমদমে রাতের তাপমাত্রা মহানগরীর থেকে একটু বেশিই ছিল। আবার কলকাতার অদূরে ব্যারাকপুরে রাতের তাপমাত্রা নেমে গিয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতা সংলগ্ন এলাকার তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করলেও, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশ দাপটের সঙ্গে বিরাজ করছে শীত৷ পুরুলিয়ার রাতের তাপমাত্রা ছিল সাড়ে ৮ ডিগ্রি। শ্রীনিকেতন, আসানসোল, পানাগড়ের তাপমাত্রা ছিল ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে৷ 

পশ্চিমী ঝঞ্ঝার থাবায় বারবার রুদ্ধ হয়েছে শীতের গতি৷ উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছিল। তবে ঝঞ্ঝার প্রভাব কাটতেই ফের পারদ নেমে গিয়েছে। বুধবার শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে শীতের ইনিংসে কোচবিহার ও জলপাইগুড়ির থেকে কিছুটা পিছিয়ে পড়েছে উত্তরবঙ্গের মহানগর শিলিগুড়ি। কোচবিহার এবং জলপাইগুড়ির তাপমাত্রা ছিল যথাক্রমে ৮.৬ এবং ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।