বদল করা হলো লক্ষ্মী ভাণ্ডারের নিয়মে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার অন্যতম। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। সামনে এল বড় খবর।

এতদিন ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হত। দুয়ারে সরকার ক্যাম্প ছাড়া আর অন্য কোথাও এই প্রকল্পে নাম নথিভুক্ত করা হতনা। তবে আর সেই সমস্যা রইলনা। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এবার থেকে আর দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হবেনা। এবার থেকে বছরের যে কোনও সময়ই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে পারবে রাজ্যের মহিলারা।

তবে এটার জন্য আবেদনকারীদের যেতে হবে বিডিও অফিসে। আর যারা শহরাঞ্চলের বাসিন্দা তাদের যেতে হবে এসডিও অফিসে। আর যারা পৌর নিগম এলাকায় বসবাস করেন তারা আবেদন করতে পারবেন পৌরসভায়।