বাড়তে থাকে সংক্রমণের পরিস্থিতিতে সতর্ক অবলম্বন করতে মাঙ্কিপক্স নিয়ে আইসোলেশনে নির্দেশ

করোনা সংক্রমণের পরিস্থিতি স্থিতিশীল না হতেই নতুন আতঙ্ক। নতুন করে মাঙ্কিপক্স তিনটে দেশে ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু মহামারী বলে ঘোষণা করেনি। হুয়ের তরফে জানানো হয়েছে, বিদেশ যাত্রার ইতিহাস না থাকলে এখনই আতঙ্কের কোনও কারণ নেই। সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন হুয়ের আধিকারিকরা। এরপরেই সাবধনতা অবলম্বন করতে শুরু করেছে তামিলনাড়ু সরকার। তামিলনাড়ু সরকারকে সমস্ত জেলা শাসকদের নির্দেশ দিয়েছে, মাঙ্কি পক্স ধরা পড়েছে এমন দেশ থেকে ফিরলে আইসোলেশনে থাকতে হবে। তাঁর ওপর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

তামিলনাড়ুর স্বাস্থ্য সচিব মুখ্য সচিব ডা: জে রাধাকৃষ্ণণ বলেন, যাঁদের মধ্যে মাঙ্কি পক্সের নূন্যতম উপসর্গ দেখতে পাওয়া যাবে, তাঁদের রাজ্যের নির্দিষ্ট স্বাস্থ্য পরিষেবার মধ্যে রাখতে হবে। এই বিষয়ে জেলা শাসকদের কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের নির্দেশ করোনা ভাইরাসের স্মৃতি উস্কে দিচ্ছে। করোনা মহামারীর সময় বিদেশ থেকে আসা যাত্রীদের আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। করোনা পরীক্ষা ছাড়া দেশের অভ্যন্তরে প্রবেশের অনুমতি ছিল না। তারপরেও করোনা ভাইরাসকে আটকে রাখা যায়নি।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই কেন এই ভাইরাস ছড়াচ্ছে এবং আগামীতে এটি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বিশ্ববাসীর জন্য সে বিষয়ে শুরু হয়েছে গবেষণা। মাঙ্কি পক্স সংক্রান্ত যাবতীয় বিষয় গুলি পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখা হচ্ছে। তবে এর সঙ্গেই বিসব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এখনই যদি এই ভাইরাস নিয়ে সতর্ক না হওয়া হয় তাহলে আগামীতে এটি মহামারী ডেকে আনতে পারে। ফলে দিন যত যাচ্ছে ততোই একটু একটু করে আতঙ্ক এবং উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স।