নেতাজীর সম্মান কি শুধু নেতাজী জন্ম জয়ন্তীতেই?

দুদিন আগেই অর্থাৎ ২৩শে জানুয়ারি সারা দেশ ও রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও বেশ জাকজমক ভাবেই পালিত করা হয় দেশ নায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তবে প্রশ্ন রয়েছে একটাই নেতাজীর সম্মান কি শুধু নেতাজী জন্ম জয়ন্তীতেই? আর এই প্রশ্ন ওঠার কারণ হলো শিলিগুড়ির সুভাষপল্লীতে অবস্থিত নেতাজীর মূর্তি যেখানে মহকুমা শাসক ও বিভিন্ন রাজনৈতিক দল গুলো সন্মান জানিয়ে মাল্যদান করেছেন সেই নেতাজীর মূর্তিতেই ঝুলছে ভাঙ্গা সানগ্লাস।

যেখানে নেতাজীকে প্রকৃত সম্মান জানতে কেন্দ্রর পক্ষ থেকে ইন্ডিয়া গেটে নেতাজীর জন্মদিনে মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে সেখানেই শিলিগুড়িতে এক উল্টো চিত্র। স্থানীয়রা জানান, এ এক লজ্জা জনক ঘটনা, যে এই কাজ করেছে সে হয়তো জানে না নেতাজী সুভাষচন্দ্র বসু কে, তিনি কি করেছেন দেশের জন্য সে হয়তো অজ্ঞানি তাই এই লজ্জা জনক কাজ সে করেছে।

পাশাপাশি প্রশাসনকে স্থানীয়দের প্রশ্ন মোড়ে সিসি টিভি ক্যামেরা লাগানো রয়েছে সেই সিসি টিভি কি কাজ করে? এছাড়া তাদের দাবি মোড়ে যেনো প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রজাতন্ত্র দিবসের আগেই বীর নায়কে এই ভাবে অপমান করাই নিন্দার ঝড় শহর জুড়ে।