প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতেই কি দিল্লি যাচ্ছেন মমতা

বিগত বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ নিয়ে। দেশের রাজনৈতিক দলগুলির প্রধানদের বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রেক্ষিতেই চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো হয়ে তিনি এই দিল্লি সফর করছেন। তাহলে কি মোদী-মমতা পৃথক বৈঠক হওয়ার কোনও সম্ভাবনা নেই এবার? দিল্লি রওনা দেওয়ার আগে সেই প্রশ্নের উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২৩ সালে জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করতে চলেছে ভারত। সেই উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, দেশ জুড়ে মোট ২০০টি বৈঠক হবে। সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তাই স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে উৎসুক ছিল সকলেই। অনুমান করা হয়েছিল, পৃথক বৈঠক করবেন তারা।

কিন্তু মমতা নিজে জানালেন, এমন কিছুই হচ্ছে না। তাঁর সঙ্গে মোদীর আলাদা করে বৈঠক হবে না। বরং মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সফর চলাকালীনই রাজস্থানের দুই তীর্থ ক্ষেত্র অজমেঢ় এবং পুষ্কর ঘুরে আসার পরিকল্পনা করেছেন তিনি। এছাড়া আগামী ১২ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘালয় সফর আছে। সেখানে যাচ্ছেন দলীয় কর্মসূচিতে। ১৪ ডিসেম্বর ফিরবেন তিনি। সূত্রের খবর, তিন দিনের সফরে একটি জনসভার পাশাপাশি কর্মিসভাও করবেন মমতা।