রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের নাম জড়িয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতিতে। তলব করা হয়েছে তাকে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে নিচুপট্টির বাড়ি থেকে গাড়িতে চেপে কলকাতার উদ্দেশে রওনা দিলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল।
সকাল সাড়ে ৮টা নাগাদ বাড়ি থেকে বেরন তিনি। তবে কি আদালতে হাজিরা দিতে যাচ্ছেন কেষ্ট-কন্যা? তাঁর নামে অভিযোগ, বিনা টেটেই প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছেন সুকন্যা৷ শুধু তাই নয়, চাকরি পাওয়ার পর একদিনের জন্যেও স্কুলে পা রাখেননি অনুব্রত-কন্যা৷ স্কুলে হাজিরার রেজিস্টার যেত তাঁর বাড়িতে৷ বসে বসেই বেতন পেতেন তিনি৷
সুকন্যার নামে থাকা একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এও জানা গিয়েছে, সরকারি চাকরির পাশাপাশি একটি বেসরকারি চাকরিও করেন তিনি। সুকন্যার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামালা করেন আইনজীবী ফিরদৌস শামিম৷ তিনি জানান, বোলপুর ওয়েস্ট সার্কেলের কালিকাপুর প্রাইমারি স্কুলের দূরত্ব অনুব্রতর বাড়ি থেকে ২০০-৩০০ মিটার৷ কিন্তু, কোনও দিনও স্কুলে যাননি অনুব্রত-কন্যা৷
এমনকী তিনি চাকরি পান টেট পরীক্ষা ছাড়াই৷ শুধু সুকন্যাই নন, বেআইনি ভাবে চাকরি পেয়েছেন অনুব্রতর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আরও পাঁচ জন৷ এর পরেই বৃহস্পতিতেই সুকন্যাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খতিয়ে দেখা হবে তাঁর টেট পরীক্ষা ও চাকরির নিয়োগপত্রের নথি৷