কাল পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে রাজস্থানের যোধপুরে। এর পরেই গোটা জেলায় কারফিউ জারির পাশাপাশি ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এবার পরিস্থিতি আয়ত্বে রাখতে জেলা পুলিশ কমিশনারের আদেশে ৬ মে পর্যন্ত সেই কারফিউ এবং ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত বাড়ানো হয়েছে।

যোধপুর জেলা ম্যাজিস্ট্রেট হিমাংশু গুপ্ত এক সংবাদ মাধ্যমকে বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করার পরে মোবাইল ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে৷ বর্তমানে, মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রয়েছে।”

তবে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকদের কারফিউ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও, চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীরা, ব্যাংক কর্মকর্তা, বিচার বিভাগীয় কর্মকর্তা এবং মিডিয়া কর্মীদের অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশে যোগ করা হয়েছে, “সংবাদপত্রের হকারদেরও সংবাদপত্র বিতরণের অনুমতি দেওয়া হবে।”

প্রসঙ্গত, ঈদের কয়েক ঘণ্টা আগে জেলায় সহিংসতার ঘটনায় ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে, পরিস্থিতি শান্তিপূর্ণ এবং ১৪টি মামলা নথিভুক্ত করা হয়েছে।