দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের তরফে শিলিগুড়িতে পালিত হলো আন্তর্জাতিক মহিলা দিবস

শিলিগুড়ি : শনিবার সারা দেশের পাশাপাশি শিলিগুড়িতে পালিত হলো আন্তর্জাতিক মহিলা দিবস। এদিন দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের তরফে শিলিগুড়ির সফদর হাশমি চকে উদযাপন করা হয় আজকের এই দিন।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী রুমা নাথ সহ দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের অন্যান্য কার্যকর্তারা।

মূলত এদিন পথ চলতি মহিলাদের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যাচ পড়িয়ে শুভেচ্ছা জানিয়ে এবং চকলেট দিয়ে মিষ্টিমুখ করিয়ে এই দিনকে উদযাপন করে দার্জিলিং জেলা মহিলা কংগ্রেস।